আমেরিকার গবেষণাগার হতে বারি,আরএআরএস, হাটহাজারী, চট্টগ্রাম ফার্মে !
"ল্যাব গবেষণার সার্থকতা, মাঠ পর্যন্ত ব্যাপকতা"
আমেরিকা এর কয়েকটি ইউনিভার্সিটি , আন্তর্জাতিক পটেটো সেন্টার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর যৌথ গবেষনার ফিল্ড ট্রায়েল আরো তিনটি স্থানের মতো আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, (বিএআরআই)হাটহাজারী ফার্মে !এও স্থাপিত হলো। সার্বিক তত্ত্বাবধানসহ পরীক্ষিণ সেটের সময় উপস্তিত ছিলেন আরএআরএস, হাটহাজারী, চট্টগ্রাম এর সম্মানিত ইনচার্জ এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সামছুর রহমান স্যার; বিএআরআই এর বায়োটেকনোলজি বিভাগের সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন ম্যাডাম; শ্যাম চন্দ্র হালদার,বৈজ্ঞানিক কর্মকর্তা; মোঃ রাশেদ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মোঃ ইয়ার হোসেন, বৈজ্ঞানিক সহকারী।
USAID এবং Feed the Future এর অর্থায়নে Global Biotech Potato Partnership প্রকল্পের মাধ্যমে জিনপ্রযুক্তি (Genetic Engineering) ব্যবহার করে উদ্ভাবিত আলুর মড়ক রোগ প্রতিরোধী জাতের মাঠপর্যায়ের সংরক্ষিত/সীমাবদ্ধ ফিল্ড টট্রাইল (CFT) স্থাপিত হলো । প্রজেক্ট সন্বয়ে ফার্মিং ফিউচার, বাংলাদেশ।
এই ট্রাইল স্বর্থকতা পেলে শীঘ্রই দেশ পাবে বিএআরআই কর্তৃক জীবপ্রযুক্তি (Biotechnology) এর প্রায়োগিক স্মার্ট প্রযুক্তি -সেই প্রত্যাশায়।
কৃজ্ঞতা সম্মানিত পরিচালক (গবেষণা) ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ স্যারসহ BARI কর্তৃপক্ষকে আমাকে এই গবেষণায় শরিক করার জন্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস